Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পশুপালনের প্রাচীন পদ্ধতি (পরিবার ভিত্তিক, স্বল্প পরিসরে এবং বিক্ষিপ্ত ভাবে) প্রাণিজ প্রোটিনের চাহিদা মেটাতে এবং ব্যবসা বান্ধব হতে সহায়ক নয় । ফার্মিং কমিউনিটি সমূহের উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রয়োজন প্রাণিপালনের পদ্ধতিগত উন্নয়ন, প্রাণি চিকিৎসার বিস্তৃতি , প্রাণিরোগ প্রতিরোধ ওনিয়ন্ত্রণ এবং এতদসঙ্গে নিখুত সম্প্রসারণ কার্যক্রম ইত্যাদি । জেলায় অবস্থিত সকল উপজেলা প্রাণি-সম্পদ উন্নয়ন কেন্দ্র সমূহের মাধ্যমে খামার এবং থানা সমূহ হতে আনিত/আগত গবাদি পশু ও হাঁস-মুরগী সহ অন্যান্য পাখি সমূহের চিকিৎসা, টিকা ও পরামর্শ প্রদান , কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদিপশুর জাত উন্নয়নে পশুর মালিকগণকে সর্বাত্মক সহযোহিতা প্রদান করা হচ্ছে । বার্ড ফ্লু, এনথ্রাক্স ও ক্ষুরা রোগের মত জুনুটিক রোগ সমূহের বিস্তার রোধে কৃষক পর্য্যায়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে । এ ছাড়া পশুপালন ও রোগনিয়ন্ত্রণ বিষয়ে সময় সময় প্রশিক্ষণ ও সচেতনতামুলক সভা করা হচ্ছে, যা সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমের অন্যতম ।